• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৩:৩৭ পিএম
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

জয়পুরহাটের কালাইয়ে এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের মামলায় মো. আবির (১৬) ও জাহিদুল ইসলাম (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৯ মার্চ) ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবির ওই উপজেলার ধাপ কালাই গ্রামের আ. আজিজের ছেলে ও জাহিদুল একই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

জানা গেছে, ৬ মার্চ সন্ধ্যার দিকে ভিকটিম ফুফুর বাড়িতে যাওয়ার সময় একটি চাতাল এলাকায় তাকে একা পেয়ে আবির ও জাহিদুল কিশোরীটিকে ফুসলিয়ে চাতালের ভেতরে নিয়ে যায়। সেখানে শ্রমিক থাকার একটি ঘরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার (৮ মার্চ) রাতে কালাই থানায় মামলা করেন। পরে বুধবার ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ভিকটিমের মা মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। মামলার পর বুধবার ভোরে আসামিদের গ্রেপ্তার করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!