• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

প্রতারক চক্রের ৬ সদস্য আটক


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৩:৫৫ পিএম
প্রতারক চক্রের ৬ সদস্য আটক

জয়পুরহাট সদর উপজেলার পাচুড় মোড় এলাকায় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রত্যারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি জাল মুদ্রা, ১ বোতল রাসায়ানিক পদার্থ, নিশান কার, ১৩ লাখ টাকার জাল চেক, ১১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।     

আটককৃতরা হলেন, রাজধানীর বংশাল থানার বাগডাসালেন নয়াবাজারের মৃত সৈয়দ হোসেনের ছেলে এসএস আলম (৫০), শিল্পাঞ্চল থানার নাখালপাড়া গ্রামের সাইজুদ্দিনের ছেলে টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার বেজরা গ্রামের আকমল ভূইয়ার ছেলে মিন্টু ভূইয়া (৩৮), পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আব্দুল আজিজের ছেলে মাহফুজ হাওলাদার (৩৫), নোয়াখালীর সুধারাম থানার মহোদুলি গ্রামের মৃত গোলাপের ছেলে ফজলুল হক (৪৮) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনামুল হক জেল্টুর ছেলে শাহিন উদ্দিন মিলন (৩০)।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকির জানান, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্র এবং পেশায় গার্মেন্টসকর্মী। তারা জাল কয়েন বিক্রি করে, যেগুলো খুব দামি এবং উচ্চ বিকিরণ পদার্থ দিয়ে তৈরি বলে দাবি করা হয়। তারা মুদ্রার সঙ্গে বিভিন্ন উদ্বায়ী রাসায়নিক ব্যবহার করে যাতে মুদ্রা বাতাসের সংস্পর্শে আসলে সাদা কুয়াশা তৈরী হয় এবং কয়েনগুলো খাঁটি বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে এবং অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

Link copied!