নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে ধরা পড়েছে মেঘনার রুপালি ইলিশ। রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচর গ্রামের শরীয়তপুর সমাজের বেলালের বসতবাড়ির পুকুরে এ ইলিশ ধরা পড়ে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, বেলাল নামের এক ব্যক্তি পুকুরে সেচ দিলে অন্যান্য দেশীয় মাছের সঙ্গে ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানির সঙ্গে মাছটি পুকুরে ঢুকে পড়ে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, জোয়ারের পানিতে মাছটি পুকুরে ভেসে এসে আটকা পড়ে যায়। উপকূলীয় অঞ্চলের পানি সাধারণত লবণাক্ত হয়। তাই মাছটি অন্যান্য মাছের সঙ্গে বেড়ে উঠেছে।