পুকুরে থেকে ভাসমান নারীর লাশ উদ্ধার 


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৮:১৭ পিএম
পুকুরে থেকে ভাসমান নারীর লাশ উদ্ধার 

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ভাসমান থাকা অবস্থায় শাহানাজ পারভীন মুক্তি (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত শাহনাজ পারভীন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সহিমন পাড়া গ্রামের তবিবরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে মানসিক যন্ত্রনায় ভুগছিল। গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। পরে রোববার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটির প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। 

Link copied!