• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২২, ০৫:১৮ পিএম
পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও সোভা আক্তার (৪) নামে দুই চাচাতো  ভাই-বোনের মৃত্যু হয়েছে। ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে চাচাতো ভাই-বোন বাড়ির পাশের পুকুরে ধারে খেলা করছিল। এ সময় পুকুরের পানিতে পড়ে যায়। সকাল সকাল ১০টায় স্থানীয় লোকজন পুকুরের তাদের পানিতে ভাসতে দেখে। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে থানায় ইউডি মামলা করা হয়ে হয়েছে।”

Link copied!