ফেনীর পরশুরামে বালুভর্তি পিকআপ গাড়ির চাপায় শাওন (৭) নামের এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটেছে। সে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের আবদুল হান্নানের ছেলে।
স্থানীয় লোকজন চালক মো. হারুন (৪০) ও ঘাতক পিকআপটিকে আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে কাউতলী বালুঘাট থেকে আসা দ্রুতগ্রামী একটি বালুবাহী পিকআপ পূর্বসাহেবনগর স্টিল ব্রিজের উপরে উঠার সময় হঠাৎ গাড়িটি পিছনে দিকে ছুটে যায়। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শাওন গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দক্ষিণ কাউতলী এলাকার স্থানীয় ইউপি সদস্য ফজলুল বারী মনছুর জানান, শাওন পূর্বসাহেবনগর ঘাটঘর হোসানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা একজন শ্রমিক।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি গাড়ির চালককে আটকের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।