• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পিকআপভ্যানের চাপায় ২ নারী নিহত


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৯:০১ পিএম
পিকআপভ্যানের চাপায় ২ নারী নিহত

ঢাকার কেরানীগঞ্জে পিকআপভ্যানের চাপায় দুই নারী নিহত হয়েছেন।

শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের বুড়িগঙ্গা চীন মৈত্রী সেতুর দক্ষিণ প্রান্ত হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপ বানু (৬৫) ও তার পুত্রবধূ মৌসুমী বেগম (২৭)। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের নোয়ার্দ্দা পশ্চিমদী এলাকায়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মৌসুমী এবং তার শাশুড়ি এবং এক শিশু সকালে হাসনাবাদ এলাকায় সড়ক পার হচ্ছিল।

এ সময় দ্রুতগতিতে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। মৌসুমীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রূপ বানুকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!