• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পাবনায় ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০২:৫৯ পিএম
পাবনায় ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ

পাবনায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। আর এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। ডিসেম্বর মাসে আক্রান্তের হার যেখানে ছিল ০.৮৩ শতাংশ, জানুয়ারি মাসে আক্রান্তের হার দাঁড়ায় ১৩.৩৮ শতাংশে। আর ফেব্রুয়ারি মাসের মাত্র তিন দিনে আক্রান্তের হার ৪৮.০১ শতাংশ এবং গত এক সপ্তাহে শনাক্তের হার ৩৪.৩৯ শতাংশ।

পাবনা সিভিল সার্জন কার্যালয়ে প্রধান হিসাব সহকারী অংশুপতি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত) ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর গত এক সপ্তাহে ৩ হাজার ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৫১ জনের পজিটিভ শনাক্ত হয়। জেলায় করোনা শুরুর পর এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ হাজার ৮০৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন, এক সপ্তাহে সুস্থ হয়েছেন ৩১৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৩৬২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ১১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্য রেড জোনে ৬ জন এবং ইয়েলো জোনে ৫ জন রয়েছেন। 

পাবনার সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, “জেলায় করোনা টিকা দেওয়া অব্যাহত রয়েছে। ২৯ লাখ ৮৪ হাজার ৭২০ জনসংখ্যার বিপরীতে বুধবার পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ২৯ লাখ ৫২ হাজার ৬৫ জনকে। যেহেতু আবার করোনা বাড়তে শুরু করেছে, সেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলতে হবে। ভয় পাওয়ার কিছু নেই।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!