পাবনায় করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:৪২ পিএম
পাবনায় করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। একদিনে হাসপাতালে উপসর্গে মারা গেছেন দুইজন। 

উপসর্গে মৃতরা হলেন বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের আদিবুল ইসলামের স্ত্রী আয়েশা আক্তার (৬০) ও সদরের রুস্তমপুর এলাকার আব্দুল গণির ছেলে মাহফুজ উদ্দিন (৭৩)।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতী বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় পাবনায় ১৮৬ নমুনায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। ১ লাখ ৫৬ হাজার ৮৭১ জনের ফলাফলে মোট শনাক্ত হয়েছেন ১২ হাজার  ২৭০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৯১ জন। ২০০ রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক  ৮২ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ০০ শতাংশ।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কেএম আবু জাফর বলেন, করোনা সংক্রমণ ও মৃতের হার আগের চেয়ে অনেকাংশে হ্রাস পেয়েছে। তবে জনগণ স্বাস্থ্যবিধি না মানলে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেন তিনি।

Link copied!