• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাটুরিয়ায় পাড়ের অপেক্ষায় ৩০০ ট্রাক


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০১:১০ পিএম
পাটুরিয়ায় পাড়ের অপেক্ষায় ৩০০ ট্রাক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পাড়ের অপেক্ষায় আছে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় দূরপাল্লার বাস, ছোট গাড়ি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঘাট এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদযাত্রায় কয়েকদিন ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ থাকলেও আজ ঘাট এলাকা ফাঁকা। কাল থেকেই আবার ঢাকায় ফিরতে শুরু করবে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষরা।

বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, এবারের ঈদযাত্রায় চাপ থাকলেও যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে নৌপথ পাড় হতে পেরেছেন। তাদের নৌপথ পারের জন্য ঘাট এলাকায় দীর্ঘসময় অপেক্ষা করতে হয়নি।

আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আরও বলেন, নৌপথে ছোট বড় মিলে ১৬ ফেরি মধ্যে ১৫টি চলাচল করছে। আমানত শাহ নামের বড় আকারের রো রো ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। সর্বশেষ ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!