পাইকগাছায় ডাকাতির চেষ্টা, আটক ৩


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ১২:২১ পিএম
পাইকগাছায় ডাকাতির চেষ্টা, আটক ৩

খুলনার পাইকগাছায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার কাশিমনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন তালা উপজেলার আত্রাই গ্রামের রবিউল সরদারের ছেলে মেহেদী হাসান (২১) ও রফিকুল সরদারের ছেলে বাদশা সরদার (২১) এবং একই উপজেলার প্রসাদপুর গ্রামের নজরুল গাজীর ছেলে আকরামুল গাজী (২০)।

পুলিশ জানায়, সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার হাতুড়ি, দুটি লোহার রড, একটি গাছের গুঁড়ি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ৪ টুকরা সবুজ রঙের কাপড় জব্দ করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি বলেন, “আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এই আই মোহা. আব্দুল আলীম বাদী হয়ে একটি মামলা করেছেন।

Link copied!