• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পাঁচ পা নিয়ে বাছুরের জন্ম


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:৪২ পিএম
পাঁচ পা নিয়ে বাছুরের জন্ম

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নে পাঁচ পা-ওয়ালা বাছুরের জন্ম হয়েছে কৃষক চিত্তরঞ্জন সরকারের বাড়িতে। চার পা ছাড়াও কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হওয়া অবস্থায় জন্ম নেয় বাছুরটি। জন্মের পর দুই মাস ধরে স্বাভাবিকভাবে বেঁচে আছে বাছুরটি।

ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের ওই কৃষকের বাড়িতে দেখা যায়, তার গোয়ালঘরের বাইরে বাছুরটি বেঁধে রাখা হয়েছে। বাছুরটির চারটি পা স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে পিঠের কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হয়ে আছে। তবে স্বাভাবিক বাছুরের মতো চলাফেরা ও খাবার খেয়ে থাকে বাছুরটি। শারীরিক কোনো জটিলতা এখনো দেখা যায়নি।

কৃষক চিত্তরঞ্জন সরকার বলেন, জন্মের পর থেকে স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে বাছুরটি। শারীরিক কোনো সমস্যা বা চেহারার কোনো অবনতি হয়নি। গজের (কুঁজ) ভেতর থেকে বের হওয়া অতিরিক্ত পায়ের কারণে চলাফেরা কিংবা খাবার খেতেও সমস্যা হয় না। 

পশু চিকিৎসকরা জানিয়েছেন, বাছুরটি বড় হলে পায়ের আকার বৃদ্ধির কারণে চলাফেরায় কিছুটা সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলা যেতে পারে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার সাংবাদিকদের জানান, জিনগত সমস্যা বা জন্মগত ত্রুটির কারণে এ ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। যেহেতু গত দুই মাসে বাছুরটির শারীরিক কোনো জটিলতা হয়নি, সে ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হওয়ার কথা নয়।
 

Link copied!