জামালপুরের মেলান্দহ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পলিথিনে মোড়ানো কলাগাছে ঝুলছিল।
শনিবার (২১ আগস্ট) সকালে মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা বিশ্বরোড় এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা বলেন, চরবানিপাকুরিয়া ইউনিয়নের বেতমারী তালতলা ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় কলাগাছে নবজাতকের লাশ ঝুলছিল। আজ সকালে পথচারীরা ওই নবজাতকে লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়ার হয়। পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পায়। লাশটি কলাগাছে ঝুলছিল। কে বা কারা রেখে চলে গেছে সেটা এখনো জানা যায়নি।