• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘পদ্মা সেতুতে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা’


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০৪:০৩ পিএম
‘পদ্মা সেতুতে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা’

পদ্মা সেতুতে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা  নেওয়া হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

তিনি বলেছেন, “আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। প্রথম দিন শিথিল থাকলেও সোমবার (২৭ জুন) থেকে কঠোর ব্যবস্থা নেবো আমরা।”

রোববার (২৬ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামীকাল (সোমবার) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানা করা হবে। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানা করা হবে জানিয়ে উম্মে হাবিবা ফারজানা বলেন, “জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজিরা প্রান্তে পরিদর্শন করতে আসলাম। এখানে এসে দেখলাম কেউ নির্দেশনা মানছে না। সোমবার থেকে সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি, সেলফি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে।”

বাইকচালকদের উদ্দেশে তিনি বলেন, “যেসব বাইকচালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!