• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

পদ্মায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৫:২৪ পিএম
পদ্মায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ফেরির পকেট গেট থেকে পদ্মা নদীতে পরে নিখোঁজ হওয়া মোজাফফর হোসেনের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দৌলতদিয়া থেকে ১২ কিলোমিটার দূরে ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোজাফফরের বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।

গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানিয়েছেন, “বুধবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠেন। ফেরিতে বাস ওঠার পরে তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ফেরি ছাড়ার সময় একটা ধাক্কা লেগে মোজাফফর নদীতে পরে যান।”

গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, “সে সময়ই গোয়ালন্দের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মোজাফফরকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে দুপুর ২টার দিকে মোজাফফরের মরদেহ ১২ কিলোমিটার দূরে ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।”