• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি: বাণিজ্যমন্ত্রী


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৮:৪৫ এএম
পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, ‘সারা বিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।"

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রংপুর জিলা স্কুল মাঠে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, "সয়াবিন তেলের দাম বাড়ায় অনেক গালি শুনেছি। কিন্তু বিশ্ব বাজারে দাম বাড়লে আমাদেরও দাম বাড়ে। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে যদি কৃষকরা চাষাবাদ বন্ধ করে দেন, তবে কী অবস্থা হবে ভাবতে পারেন?"

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করেছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধাও রয়েছে যা বাস্তবায়নে সময় লাগছে।"

"তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। তাই তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবন-মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।"

টিপু মুনশি আরও বলেন, "৫০ বছরে দেশ অনেকটাই এগিয়েছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে।"

বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ কয়েকশ বীর মুক্তিযোদ্ধা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!