• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে আরও ৩৮ জনের করোনা শনাক্ত


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৮:৫৫ এএম
পঞ্চগড়ে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন করে আরও ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে শনাক্তের সংখ্যা দিন দিন বেড়ে চললেও স্বাস্থ্য সচেতনতা মানতে দেখা যাচ্ছে না কারও মধ্যে।

রোববার (৩০ জানুয়ারি) রাতে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের এক বিজ্ঞপ্তিতে আক্রান্তের সংখ্যা নিশ্চিত হওয়া যায়।

জানা গেছে, রোববার (৩০ জানুয়ারি) দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫৪ জনের নমুনা রিপোর্ট পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা রিপোর্ট পরীক্ষা করে ৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১৭ শতাংশে।

এ নিয়ে পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫। এ পর্যন্ত পঞ্চগড় জেলায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩ হাজার ৭৭৫ জন।

৩০ জানুয়ারি দেওয়া ফলাফলে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ২৯ জন, বোদা উপজেলায় ৩ জন, দেবীগঞ্জ উপজেলায় ১ জন, তেঁতুলিয়া উপজেলায় ৫ জন।

সরেজমিনে পঞ্চগড় সদর উপজেলাসহ বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকেই মাস্ক ছাড়া যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে ঘুরছেন।

Link copied!