• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঈদযাত্রা

নৌরুটে ৬টি ফেরি চলবে ২৪ ঘণ্টা


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ১১:৪৭ এএম
নৌরুটে ৬টি ফেরি চলবে ২৪ ঘণ্টা

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টা ৬টি ফেরি চলাচল করবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো-রো সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ পাঁচটি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচল করছে। আরও একটি ফেরি যুক্ত হবে এ নৌরুটে। নৌরুটে এখন ৮৭টি লঞ্চ চলাচল করছে।

ঘাট সূত্রে আরও জানা যায়, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ৬টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ৪টিসহ উভয় রুটে ১০টি ফেরি চলবে। মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে রাতে আপাতত একটি ফেরি চলবে। 

ঈদের আগে পাঁচ দিন এবং পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নিচ দিয়ে আগের নিয়মে এ পাঁচটি ফেরি চলাচল করবে বলে নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ জানান, মোট ছয়টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টাই চলবে। যাত্রীর চাপ বাড়লে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!