• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকার পাটাতনে লুকানো ছিল এক লাখ ইয়াবা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৬:০৬ পিএম
নৌকার পাটাতনে লুকানো ছিল এক লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা না গেলেও পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিন নৌকা ও ৮০ কেজি জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) ভোরে  উপজেলার শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া নৌ- ঘাটে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শাহ পরীর দ্বীপ নৌ ঘাটে বাঁধা নৌকাগুলোতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইঞ্জিন চালিত একটি নৌকার পাটাতনে বিশেষ কায়দায় লুকানো একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ২ মণ জাল ও একটি নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত মাদক পরবর্তীতে বিনষ্টকরণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!