• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ৬


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৯:৩১ পিএম
নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ৬

রাজবাড়ী সদর উপ‌জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকার নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অতর্কিত হামলায় নৌকা প্রার্থীর ছেলেসহ ৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প‌রে আহত‌দের জেলা সদর হাসপাতা‌লে নেয়া হয়।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকার আক্কাস ফকিরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হ‌লেন- বসন্তপু‌রের নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্নান মিয়ার ছেলে মো. রিয়াদ হাসান প্লাবন (২৭), মোহাম্মদ আলী (৪৫)। এ ছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।

নৌকার প্রার্থীর ছে‌লে ও ইউ‌পি ছাত্রলীগ সভাপ‌তি আহত রিয়াদ হাসান প্লাবন ব‌লেন, “আমরা মহারাজপুর থে‌কে ভোট চে‌য়ে ক‌য়েক‌টি মোটরসাই‌কেল নি‌য়ে ফির‌ছিলাম। বড় ভবানীপুর ফ‌কির বাড়ির সাম‌নে আস‌লে বি‌দ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জা‌কির হো‌সেন সরদার ও তার লোকজন দেশিয় অস্ত্র ও লা‌ঠি‌সোঠা নি‌য়ে প‌রিক‌ল্পিতভা‌বে আমা‌দের ওপর হামলা ক‌রে। এ সময় আমিসহ বেশ ক‌য়েকজন আহত হয়। প‌রে আমা‌কে ও আমা‌দের কর্মী মোহাম্মদ আলী‌কে হাসপাতা‌লে আনা হয়। আমা‌দের দুজনরই মাথায় সেলাই লে‌গে‌ছে।”

নৌকার প্রার্থী আব্দুল মান্নান ব‌লেন, “ভয়ভী‌তি সৃ‌ষ্টি কর‌তে ব‌হিরাগত লোকজন দি‌য়ে জা‌কির সরদার নিয়‌মিত মহড়া দেয়। বিষয়‌টি মৌ‌খিক ও লি‌খিতভাবে প্রশাসন‌সহ নির্বাচন অ‌ফিস‌কে জা‌নি‌য়ে‌ছি। হয়‌তো সে কার‌ণে আজ (সোমবার) সম্পূর্ণ প‌রিক‌ল্পিতভা‌বে আমার ছে‌লে প্লাবন ও কর্মী‌দের ওপর হামলা করা হ‌য়ে‌ছে।” 

এ ঘটনায় থানায় লি‌খিত অ‌ভি‌যোগ প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ব‌লেও জানান তিনি।

এ বিষয়ে জেলা নির্বাচন অ‌ফিসার মাসুদুর রহমান ব‌লেন, “বসন্তপু‌রে এক‌টি ঝা‌মেলা হ‌য়েছে ব‌লে জান‌তে পে‌রেছি।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন বলেন, “বসন্তপুরের ঘটনায় এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!