নেত্রকোনায় পিকআপের চাপায় শিক্ষার্থী নিহত


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৬:৪০ পিএম
নেত্রকোনায় পিকআপের চাপায় শিক্ষার্থী নিহত

নেত্রকোনার আটপাড়ায় পিকআপের চাপায় রাসেল মিয়া (১৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার মাটিকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল বাগরা মাটিকাটা গ্রামের আলহাচ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার অভয়পাশা এলাকা থেকে দ্রুতগামী একটি পিকআপ উপজেলার নাজিরগঞ্জ এলাকায় যাচ্ছিল। এ সময় নেত্রকোনা-মদন সড়কের মাটিকাটা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাসেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় চালককে আটক ও পিকআপ জব্দ করেছে পুলিশ।
 

Link copied!