নেত্রকোনায় ছাত্রলীগের মানববন্ধন


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৫:৪৮ পিএম
নেত্রকোনায় ছাত্রলীগের মানববন্ধন

নেত্রকোনা জেলা ছাত্রলীগের উদ্যোগে ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ আগস্ট) সকালে জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিব আহমেদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়, মোশারফ হোসেন মোশাহিদ, সাংগঠনিক সম্পাদক তুহিন মণি, জুয়েল আহমেদ খান।

বক্তারা ১৫ আগস্টে ইতিহাসের অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের হত্যার বিচার ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

Link copied!