নির্বিঘ্নে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
শনিবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। র্নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে।”
স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মোস্তাইন বিল্লাহ বলেন, “স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে লিখিত, ফোনে বা অন্য কোনো মাধ্যমে কোনো অভিযোগ পাইনি। আমরা আমাদের ইলেকশনের রুটিন ওয়ার্ক করছি। দাগি আসামিদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হয়েছে।”
জেলা প্রশাসক বলেন, “আমরা ভোটের সব সরঞ্জাম পৌঁছে দিয়েছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করছে।”
আমাদের পুলিশের ৭৫টি টিম ও র্যাবের ৬৫টি টিম মাঠে থাকবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “বিজিবিও আমাদের সঙ্গে কাজ করবে। কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি কাজ করছে। আমাদের পুলিশ সুপার ও র্যাব কর্মকর্তারা আছেন।”
আশা করি, সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবে উল্লেখ করে মোস্তাইন বিল্লাহ বলেন, “আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। নির্বাচনের জন্য যারা থ্রেট হতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”