• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন পরবর্তী সহিংসতা, গুলিবিদ্ধসহ আহত ১০


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৬:৫১ পিএম
নির্বাচন পরবর্তী সহিংসতা, গুলিবিদ্ধসহ আহত ১০

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাসেল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে ৭-৮ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে।

আহতরা হলেন রাসেল হোসেন, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, ওদুদ সরদার, নুরবক্স সরদার, আসলাম কাদির, ফিরোজ হোসেন, সাজিদ, শহিদ সরদার ও ইমন হোসেন।

খাজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে গদাইপুর যাওয়ার পথে পরাজিত প্রার্থী অহিদুল গুলি ছোড়ে এবং তার বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়ে। এতে তার ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরাজিত বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বিজয়ী প্রার্থী শাহনেওয়াজ ডালিমের কর্মী-সমর্থকরা তার (অহিদুলের) বাড়িসহ তার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায়। সকালে গেট ভেঙে তারা তার বাড়িতে ঢোকার সময়ে জীবন বাঁচাতে তিনি তার লাইসেন্সকৃত স্টেইনগান দিয়ে গুলি ছুড়তে বাধ্য হন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এ ঘটনায় সেখানে ২/৩ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
 

Link copied!