• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ১০


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৯:৫১ পিএম
নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ১০

মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় শরিফুল মোল্যা নামের একজন (৫৫) নিহত ও ১০ আহত হয়েছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। শরিফুল ওই গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।

শরিফুলের চাচাতো ভাই ওমর আলী জানান, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে উপজেলার তালখড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ মণ্ডলের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমানের (চশমা) সমর্থকদের বিরোধ চলে আসছিল। নির্বাচন পরবর্তীতেও যার ধারাবাহিকতা অব্যাহত ছিল। আজ সকাল ১০টার দিকে সিরাজের সমর্থক সাবলাট গ্রামের মহব্বত মোল্যা কামার পাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসেছিল।

বিরোধের জের ধরে শামছুরের সমর্থকরা অতর্কিতে সেখানে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মহব্বতকে কুপিয়ে গুরুত্বর জখম করে।

মহব্বতকে বাঁচাতে শরিফুলসহ অন্যান্যরা এগিয়ে এলে হামলাকারিরা তাদের কেউ কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত শরিফুল, মহব্বত, বদর মোল্যা, আনিস মোল্যা, রাজিবসহ অন্যদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শরিফুলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মহব্বত ও বদর মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি তারক বিশ্বাস শরিফুল জানান, সংঘর্ষের সংবাদ শোনার পরপরই তিনি সেখানে উপস্থিত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!