ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. সালাউদ্দিন (৩০) বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে।
সালাউদ্দিন নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক ছিলেন বলে জানা যায়।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আশরাফুল হক সরকার বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন।
নির্বাচন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে দুই গ্রুপের মধ্যে বুধবার (১০ নভেম্বর) সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, বৃহস্পতিবার ভোরে আবার সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে সালাউদ্দিন মারা যান। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।