• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনী সংঘাতে কলেজছাত্র নিহতের ঘটনায় মামলা


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৭:১৬ পিএম
নির্বাচনী সংঘাতে কলেজছাত্র নিহতের ঘটনায় মামলা

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনী সংঘাতে কলেজছাত্র নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নিহত কলেজছাত্রের বাবা নায়েব আলী বাদী হয়ে ৩ থেকে ৪ জনের নাম উল্লেখ করে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে মামলা করেছেন।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন। এ মামলায় আব্দুল মতিন ও আব্দুল কুদ্দুস নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা নিয়ে সংঘাতে জড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করছিলেন কলেজছাত্র নাসিম। পরে তাকে পেছন থেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

Link copied!