ময়মনসিংহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা না দিলে আগামী ১০দিন পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নামার আল্টিমেটাম দিয়েছে ব্যবসায়ীরা। কিছুদিন ধরে চলমান লোডশেডিং এ নগরীর বাসিন্দা ও ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সংগঠনের পক্ষ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম বজলুর রহমান স্বাক্ষরিত স্মারলিপিতে জানা যায়, গত আগস্টে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনায় বসলেও সমাধান হয়নি। বর্তমানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসায়ীক কার্যক্রম ও নাগরিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে প্রচণ্ডভাবে। করোনায় বিপর্যস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড ঘুরে দাঁড়ানোর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা প্রয়োজন। একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠক ‘জনউদ্যোগ’ ময়মনসিংহ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল ময়মনসিংহের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, একটি উৎপাদন কেন্দ্র গত ৫ মাস ধরে বন্ধ থাকা, দুটি বিদ্যুৎকেন্দ্রের মেরামত কাজ চলমান থাকা এবং শম্ভুগঞ্জে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। মাসখানেক পর চাহিদা কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, স্মারকলিপি পেয়ে দাবির বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।