মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ৭ নম্বর ওয়াডের্র বটতলা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিজয়ী ইউপি সদস্যসহ ১৩ জনকে আটক করেছে।
মাগুরা সদর হাসপাতালে ভর্তি বিজন বিশ্বাসসহ অন্যরা জানান, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য প্রমথ বিশ্বাস ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের জীবন বিশ্বাস। নির্বাচনে জীবন বিশ্বাস ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে ৯৯৬ ভোট পেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হন প্রমথ। পরাজয় মেনে নিতে না পেরে তিনি সোমবার পুনরায় ভোট গণনার জন্য মাগুরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন। এতে জীবনের সমর্থকরা ক্ষুব্ধ হন। উত্তেজনার এক পর্যায়ে আজ সকালে বটতলা এলাকায় জীবন বিশ্বাসের সমর্থকদের সঙ্গে প্রমথের অনুসারীদের সংঘর্ষ হয়।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারত ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনায় জীবন বিশ্বাসসহ মোট ১৩ জন আটক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।