• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিখোঁজ ৩ কিশোরের একজনের মরদেহ উদ্ধার


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৫:৪১ পিএম
নিখোঁজ ৩ কিশোরের একজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা ও ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন কিশোরের মধ্যে সঞ্জিত কর্মকার (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে অপর দুই কিশোর।

শুক্রবার (১৮ মার্চ) থেকে শনিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত অভিযান চালিয়েও ওই দুই কিশোরের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবরি দল।

এর আগে শুক্রবার দুপুর একটার দিকে সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় দুইজন। একই সময়ে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আরও এক কিশোর। পরে সন্ধ্যায় জেলখানা ঘাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্বার করে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, মরদেহ উদ্ধার হওয়া সঞ্জিত কর্মকার সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার উজ্জল কর্মকারের ছেলে। এছাড়া যমুনায় নিখোঁজ থাকা সকাল সূত্রধর (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর ও ফুলজোড়ে নিখোঁজ হওয়া শুভ কুমার (১৫) জেলার রাযগঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের ডা. সুকুমার রায়ের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, “দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা খাট থেকে নৌকা নিয়ে মাঝনদীতে গিয়ে গোসলের জন্য নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে এলেও নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত নামের দুই কিশোর। অপর দিকে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় শুভ কুমার নামে আরও এক কিশোর।”

আলমগীর হোসেন আরও বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যা বেলা শহরের জেলখানা ঘাট এলাকা থেকে সঞ্জিত কর্মকার নামে এক কিশোরের লাশ উদ্ধার করে অভিযান স্থগিত রাখা হয়।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “শনিবার সকাল থেকে নিখোঁজ শুভকে উদ্ধারে ফুলজোড় নদীতে অভিযান শুরু করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে যমুনা নদীতে আবারও অভিযান শুরু করা হবে।”

Link copied!