সোনারগাঁ উপজেলার কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এলাকাবাসী নদীতে গলাকাটা একজন ব্যক্তির লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়।
পুলিশ ও এলাকাবাসীর যৌথ সহয়তায় ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। মৃত ব্যক্তি বন্দর থানার লক্ষ্যারচর উত্তরপাড়া মদনগঞ্জ এলাকার মফিজুল ইসলামের ছেলে রাজীব হোসেন (৩০)।
পুলিশের প্রাথমিক ধারণা মতে, দুর্বৃত্তরা রাজীবকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাজীব হোসেন পেশায় অটোরিকশাচালক। গত ২৬ ডিসেম্বর ৫-৬ যুবক তার অটোরিকশা ভাড়া নেয়। এরপর থেকে রাজীব অটোরিকশাসহ নিখোঁজ ছিল।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে রাজিব মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। গত সোমবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। এ ঘটনার পরদিন তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।