• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

নিখোঁজের দুই ঘণ্টা পর মিলল শিশুর ক্ষতবিক্ষত লাশ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ১০:২৭ এএম
নিখোঁজের দুই ঘণ্টা পর মিলল শিশুর ক্ষতবিক্ষত লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে নিখোঁজের দুই ঘণ্টা পর একটি গর্ত থেকে এক শিশুর গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) বিকেল ৫টায় নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা ৭টায় তার লাশ পাওয়া যায়।

নিহত শিশুর নাম ফাতেমা জান্নাত মৌ (৬)। সে কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

ফাতেমা জান্নাতের বাবা ফরিদ মিয়া জানান, ফাতেমা জান্নাতকে বুধবার বিকেল ৫টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের ঘরের পেছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
 
ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির গলায় ও পেটে কাটার দাগ রয়েছে। ছোরা দিয়ে তার পেটের ভূঁড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কোপানোর দাগ রয়েছে। কী কারণে ও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।

Link copied!