• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নায়ক সাইমনের বাবার নির্বাচনী অফিসে হামলা


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৪:৩১ পিএম
নায়ক সাইমনের বাবার নির্বাচনী অফিসে হামলা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিকের বাবা সাদেকুর রহমানের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।

সাইমনের বাবা সাদেকুর রহমান কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বাবার জন্য ভোট চাইতে এলাকার জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন নায়ক সাইমন।

বাবার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনাটি নিজের ফেসবুক থেকে জানান সাইমন। তিনি লিখেছেন, ‘মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজারের আগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার আব্বুর নির্বাচনী অফিস ভোররাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে! পুড়িয়ে ফেলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ও সকল পোস্টার! বঙ্গবন্ধুর বাংলাদেশের এই উশৃঙ্খলতা মেনে নেওয়া কঠিন। আমরা এই নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এ ঘটনা সম্পর্কে সংবাদ প্রকাশকে সাইমন বলেন, ‘বাবার একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে তারা অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে করে অফিসের নানা মালামালের পাশাপাশি নির্বাচনী পোস্টার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়ে গেছে।’

ইউপি নির্বাচনে বাবার সাফল্য কামনা করে সাইমন বলেন, ‘আল্লাহর রহমতে আব্বুর নির্বাচনী ফলাফল ভালো আসবে। সে ভয়েই অন্য প্রতিপক্ষরা আতঙ্কে আছে। নানাভাবে আব্বুকে বাধাগ্রস্ত করতে এসব চোরা হামলা চালানো হচ্ছে। কিন্তু এসবে কোনো লাভ হবে না। জনগণ তাদের রায় সঠিক ব্যক্তির পক্ষেই দেবে।’

২৮ নভেম্বর মহিনন্দ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

Link copied!