• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নারী হাজতির মৃত্যু


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৫:৫৪ পিএম
নারী হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন, কারাগারের জেল সুপার হালিমা খাতুন। 

নারী হাজতির নাম ফুলজান (৫৮)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী।

জেল সুপার হালিমা খাতুন জানান, ফুলজানের বিরুদ্ধে ৩০২/২০১/১০৯/৩৪ ধারায় আশুলিয়া থানায় ৫৬ (১১) ২১ নম্বর মামলা ছিল। ওই মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের পর নারী হাজতির লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে। 

Link copied!