• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

‘নারী সঙ্গীর খোঁজে’ লোকালয়ে সার্কাসের হাতির তাণ্ডব


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:৩১ পিএম
‘নারী সঙ্গীর খোঁজে’ লোকালয়ে সার্কাসের হাতির তাণ্ডব

লালমনিরহাট পুনাক শিল্প পণ্য মেলার দি লায়ন (পুরুষ হাতি) ‘নারী সঙ্গীর খোঁজে’ লোকালয়ে এসে তাণ্ডব চালিয়ে দোকানপাট ও গাছপালা ভেঙে ফেলেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সাহেব পাড়া রেলওয়ে ঈদগাহ মাঠ এলাকা থেকে দড়ি ছিঁড়ে বেরিয়ে এসে এমন তাণ্ডব চালায় হাতিটি।

হাতি পরিচালনাকারী মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হয়ে ফোন দেন ফায়ার সার্ভিসে। তারাও যেতে পারছেন না হাতিটির কাছে। কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর হাতিটি লোকালয় ছেড়ে রেলওয়ের একটি বিলে নেমে পড়ে।

হাতির মাহুত মো. মজিবর বলেন, “নারী সঙ্গীর খোঁজে হাতিটি এমন বেপরোয়া হয়ে গেছে। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। চেতনানাশক ইনজেকশন পুশ করলে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেওয়া হয়েছে।”

তারা আসছেন বলেও জানান মজিবর।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ের ওই বিলে পানিতে নেয়ে শান্ত অবস্থায় রয়েছে হাতিটি। পরিচালনাকারী মাহুত হাতিটি বাঁধার চেষ্টা করছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বিলের পানিতে হাতিটি এখন শান্ত অবস্থায় রয়েছে। এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। হাতিটি কোনো মানুষকে আক্রমণ করেনি বলেও তিনি জানান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!