• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

নারী নির্যাতন মামলায় পলাতক ইউপি সদস্য আটক


সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৯:৫১ পিএম
নারী নির্যাতন মামলায় পলাতক ইউপি সদস্য আটক

সাভারের আশুলিয়া থেকে নারী নির্যাতন মামলায় পলাতক আসামি ইউপি সদস্য মমতাজ উদ্দিন মজনু ওরফে মোন্তাকে (৪৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান ওই ইউপি সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মমতাজ উদ্দিন মজনু আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বরের ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন। এরপরে দায়েরকৃত মামলা ইউপি সদস্যের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর হয়েছিল। তারপর থেকেই ইউপি সদস্য মমতাজ পলাতাক ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তিনি র্দীঘ দিন পলাতক ছিলেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!