নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ১২ জনের বিরুদ্ধে মামলা 


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০২:৫৭ পিএম
নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ১২ জনের বিরুদ্ধে মামলা 

শেরপুরের শ্রীবরদীতে ইজারা নেওয়া জমিতে প্রতিপক্ষকে ধান রোপণে বাধা দেওয়ায় এক অতিদরিদ্র নারীকে বিবস্ত্র করে পিটিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার কাকিলাকুড়া ইউপির মধ্য পিরিচপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে নয়টায় এ ঘটনায় প্রতিকার চেয়ে শ্রীবরদী থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। 

ওই নারীকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। 

অভিযুক্তরা হলেন রমজান আলী (৩৭), হারুন মিয়া (৩২), মুসা মিয়া (৪৫), খোকন মিয়া (২৫), রুবেল মিয়া (২২), ইসমেল (৬০), আ. রশিদ (৩৫) ও মজনু মিয়া (৫০)। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার পিরিজপুর গ্রামে। 

এলাকাবাসী জানান, দরিদ্রতার কারণে ওই নারীর স্বামী ও ছেলে ঢাকায় দিন মজুরির কাজ করে সংসার চালায়। অনেক কষ্টে প্রতিবেশী মজিবর রহমানের ছেলে জাকির হোসেনের কাছ থেকে দেড় লাখ টাকায় ৩০ শতাংশ জমি ইজারা নেন ভুক্তভোগী ওই নারী। প্রায় পাঁচ বছর ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন তিনি। বেশ কয়েকদিন আগে প্রতিপক্ষরা ইজারার দেড় লাখ টাকা পরিশোধ করা হবে এমন মিথ্যা আশ্বাসের ওই নারীর কাছে থাকা ইজারার চুক্তিপত্র দলিল হাতিয়ে নেয়। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে আরেক প্রতিবেশী রমজান আলী ও তার ছোট ভাই হারুন মিয়াসহ ১০-১২জন ওই জমিতে গিয়ে জোড়পূর্বক চলতি আমনের চারা রোপণ করেন। এ সময় ওই নারী বাধা দিলে রমজান আলী তাকে ধান ক্ষেতেই শারীরিক নির্যাতনের এক পর্যায়ে বিবস্ত্র করেন।

এ ঘটনায় শ্রীবরদী থানায় আটজনের নামউল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের  হয়েছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল হাশেম। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। 

Link copied!