• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

নানীর বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৭:০৭ পিএম
নানীর বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে পানিতে ডুবে মাহিন নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১ মে) সকালের দিকে উপজেলার গাওকান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার শিক্ষক সাইদুল ইসলামের ছেলে।

জানা যায়, একই গ্রামের পাশের এলাকায় নানীর বাড়িতে বেড়াতে যায় শিশু মাহিন। মঙ্গলবার সকালে উঠানে খেলাধুলা করছিল শিশু মাহিন। কাজে ব্যস্ত ছিল সবাই। এসময় সবার অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মাহিন। মাহিনকে বাড়ির উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সবাই। খোঁজাখুঁজির এক পর্যায়ে  বাড়ির পাশের পুকুরে মাহিনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু হয়। পরে স্থানীয়রা এসে শিশু মাহিনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

Link copied!