বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর গহিন বনে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ চার রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান এ তথ্য জানান।
আটকরা হলেন উখিয়া কুতুপালং ক্যাম্প-১, ব্লক-এ এর বাসিন্দা আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), থাইংখালী ক্যাম্প-১৩, ব্লক-এফ এর বাসিন্দা ছৈয়দুল ইসলামের ছেলে মো. আমান উল্লাহ (২৩) ও আবদুর সবুরের ছেলে মো. খাইরুল আমিন (১৯)।
তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহিন বনে অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করা হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, ৬টি দেশিয় অস্ত্রসহ বেশ কিছু গোলাবারুদ জব্দ করা হয়।
তানভীর হাসান আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।