• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

নববধূর গা জুড়ে এখন শুধু সাদা থান


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৮:২৯ পিএম
নববধূর গা জুড়ে এখন শুধু সাদা থান

২২ দিন আগে বিয়ে করেছেন নাদিম হোসেন। স্বপ্ন ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবেন। নাদিমের সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিবে না। ঘাতক প্রাইভেটকার নিভিয়ে দিয়েছে নাদিমের জীবন প্রদীপ।

সেই সঙ্গে ভেঙে গেছে পরিবারের বুক জোড়া স্বপ্ন, আর নববধূর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে সাদা কাপড়। বুধবার (১৬ মার্চ) রাতে আইনি প্রক্রিয়া শেষে নিহত নাদিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওইদিন বিকেলে নগরীর বিভাগীয় গণগ্রন্থাগার সংলগ্ন সড়কে ঘাতক প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মোটারসাইকেল চালক নাদিম হোসেন ফকির (২৬)। নাদিম বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিল্ববাড়ি এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী মনিরুল ইসলাম আশ্রাবের বড় ছেলে।

জানা গেছে, নাদিম সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও ইন্টারনেট প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের একজন দক্ষ টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। নাদিমের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার কেন্দ্র ছিল বিএম কলেজে। বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষে নিজ মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন নাদিম। পথিমধ্যে বেপরোয়াগতির একটি প্রাইভেটকার নাদিমের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. আকরামুজ্জামান বলেন, ঘাতক প্রাইভেটকার ও তার চালককে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!