ফরিদপুরের মধুখালীতে একটি নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে সার মেশানোর একটি মেশিন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান।
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান, অভিযানের খবর পেয়ে নকল সার তৈরির সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) উপজেলার বন্দর গ্রামের একটি বাড়িতে অবস্থিত নকল সার তৈরির ওই কারখানায় অভিযান চালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাত পর্যন্ত চলে এই অভিযান।
কৃষিবিদ আলভীর রহমান আরও জানান, পারভেজ শেখ নামের একজন ওই বাড়িটি ভাড়া নিয়ে নকল সার তৈরির কারখানা গড়ে তোলেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার আনন্দবাজার গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে।
আলভীর রহমান আরো জানান, চক্রটি এসিআইসহ বিভিন্ন কােম্পানির প্যাকেট ব্যবহার করে ভেজাল সার ও কীটনাশক তৈরি করতেন। এই কাজে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ৪ লাখ টাকার বেশি নকল সার ও সার তৈরির উপকরণ ধ্বংস করা হয়। জব্দ করা হয় একটি সার মেশানোর মেশিন। তবে অভিযানের আগেই জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে বলে জানান আলভীর রহমান।