• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ধর্ষণ মামলায় এসআই গ্রেপ্তার


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ১১:৩৯ পিএম
ধর্ষণ মামলায় এসআই গ্রেপ্তার

ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও মারধরের মামলায় এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এসআই কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। 

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে স্থানীয় শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে এসআইকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে পাঠানো হলে কাঁঠালিয়া জুডিশিয়াল আদালতের বিচারক মাহবুবা নাসরীন তাকে জেলহাজতে পাঠান।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ওই এসআইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ওই গৃহবধূকে গত তিন এপ্রিল রাতে তার বাড়িতে ধর্ষণ এবং মারধর করেন অভিযুক্ত এসআই।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, অভিযুক্ত এসআইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই নারীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Link copied!