• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৩:৪২ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২ মার্চ) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে জেলার পাঁচ উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “এই সরকারের যাওয়ার সময় হয়েছে। পঞ্চগড় থেকে আমাদের আন্দোলন শুরু করতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে এমনভাবে ডুবিয়ে দিতে হবে যেন ১০০ বছরেও ক্ষমতায় আসতে না পারে।”

আসাদুজ্জামান রিপন আরও বলেছেন, “এই সরকার ও বাণিজ্যমন্ত্রী এবার কথা দিয়েছিলেন এবার রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। কিন্তু তারা রমজানের আগেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেশের জনগণকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আপনারা যেহেতু কথা রাখতে পারেন না, তাহলে পদত্যাগ করেন।”

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব পঞ্চগড়ের ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ তৌহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব রেজাউল করিম শাহীন, পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ।

Link copied!