• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ১০:৩৯ এএম
দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে আবারও চালু করা হয় ফেরি চলাচল।

এর আগে ঘন কুয়াশার জন্য মাঝনদীতে যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি  চলাচল বন্ধ রাখে বিআইডাব্লিউটিএ।

এদিকে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকায় তৈরি হয় নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। প্রায় ৫০০ গাড়ি আটকা পড়ে দৌলতদিয়ায়। 

ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হয় রাজধানীগামী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে। প্রায় আড়াই ঘণ্টা তীব্র কুয়াশা এবং ঠান্ডা সহ্য করে তাদের অবস্থান করতে হয় ফেরিঘাট এলাকায়।

Link copied!