• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

দৌলতদিয়া ফেরিঘাটে ১০ কিলোমিটার যানজট


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০২:০৮ পিএম
দৌলতদিয়া ফেরিঘাটে ১০ কিলোমিটার যানজট

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ জট। বুধবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে কাচা পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানসহ ব্যক্তিগত গাড়ীর জট রয়েছে। এছাড়া দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যানের প্রায় ৭ কিলোমিটার দীর্ঘসারি দেখা করা যায়।

ঝিনাইদহ থেকে আসা কাভার্ড ভ্যান চালক হানিফ বলেন, “গত পরশুদিন আসছি দৌলতদিয়া ঘাট এলাকায়। আজ এখনো ফেরিতে উঠতে পারি নাই।”

চুয়াডাঙ্গা থেকে আসা আরেক চালক কলিম উদ্দিন জানান, “রোববার রাতে ঘাট এলাকায় আসলেও ফেরিতে উঠতি পারি নাই। জ্যামে আটকে আছি। আর এখানে হোটেল, বাথরুম না থাকায় আমাদের ভোগান্তি হচ্ছে।”

যশোর থেকে কাচা পণ্য নিয়ে আসা ট্রাক চালক মো. সামসুল হক বলেন বলেন, “রাত ১ টার সময় ঘাটে আসলেও এখনো ফেরিতে উঠতে পারি নাই। নদীতে স্রোত বেশি থাকায় ফেরি পারাপার হতে সময় লাগছে। এই নৌপথে ফেরি সংখ্যা বাড়ানো প্রয়োজন।”

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) জানান, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে তীব্র স্রোত রয়েছে। এর ফলে স্রোতের বিপরীতে ফেরি আসতে সময় লাগছে। এছাড়া পানি বৃদ্ধির ফলে আমাদের অনেকগুলো ঘাট সড়াতে হয়েছে। এখন ১৬টি ফেরির চলাচল করছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাস ও কাচাপণ্যবাহী ট্রাক পারাপার করছি। আশা করছি দ্রুত সময়ে এই যানজট কেটে যাবে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!