• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

দৌলতদিয়ায় ৬ কিলোমিটার যানজট


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ১২:৫৮ পিএম
দৌলতদিয়ায় ৬ কিলোমিটার যানজট

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অতিরিক্ত গাড়ির চাপে এই জটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাটসংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শুক্রবার (১১ মার্চ) সকালে দৌলতদিয়ায় গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার অংশজুড়ে পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে।

দৌলতদিয়া ঘাটসংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, গাড়ির চাপ বেশি থাকায় এই দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল দ্রব্য পরিবহনকারী ট্রাক পারাপার করা হচ্ছে। তাই যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকের কোনো জট নেই ঘাটে।

লুৎফর নামের এক ট্রাকচালক জানান, গতদিন (বৃহস্পতিবার) রাতে ফেরির সিরিয়ালের জন্য দাঁড়ান। শুক্রবার দৌলতদিয়া পুলিশ বক্স পর্যন্ত আসেন, যেখান থেকে ফেরিঘাট এক কিলোমিটার দূরে।

ফজলু নামে এক কার্গো ট্রাকচালক বলেন, “কিছুদিন আগেই যানজটে দাঁড়ানো ট্রাকে ছিনতাই হয়েছে। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় আছি।”

মুসাব্বোর নামের এক চালক বলেন, “এমনিতেই ঘাটের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় খোলা আকাশের নিচে। আমাদের খাওয়া, গোসল, বিশ্রাম বা ঘুম বলে কিছু নেই। তারপর আবার কয়েক দিন আগে ঘাট এলাকায় ছিনতাই হওয়ার কারণে আমরা আতঙ্কে আছি।”

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাবউদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে। আজ বিকেলের মধ্যে যানবাহনের চাপ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!