• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৩:০৩ পিএম
দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দৌলতিদয়া জিরো পয়েন্ট থেকে শুরু করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত এই সারি দেখা গেছে।

পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে ফেরিঘাটের প্লটুন নিচু হয়ে গিয়েছে। যার ফলে ফেরি থেকে গাড়ি নেমে মূল সড়কে উঠতেও সময় লাগছে। 

রোববার (২৭ মার্চ) দুপুর ১.০০টায় দৌলতদিয়ায় গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার অংশ জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এছাড়া ৩ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের সারি দেখা যায়। দৌলতদিয়া থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন কিলোমিটার অংশে পণ্যবাহী ট্রাকের সারিও রয়েছে।

দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল দ্রব্য পরিবহনকারী ট্রাক পারাপার করা হচ্ছে।

মোশারফ নামের এক ট্রাক চালক জানান, এখনও ফেরি ঘাটে যেতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে। বছরের প্রায় সময়ই নানান বিষয়ে এই ঘাটে আটকে থাকতে হয়।

রবিউল নামে আরেক কার্গো ট্রাক চালক বলেন, “আমাদের কোনো জীবন না ভাই। খাওয়া না, ঘুম নাই এভাবেই ঘাটে ২/৩ দিন পড়ে থাকতে হচ্ছে।”

বিআইডাব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাবউদ্দিন বলেন, “দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে। চেষ্টা করছি ট্রিপ বাড়িয়ে যানজট নিরসনের।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!