• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দৌলতদিয়ার ফেরিতে ফের ভোগান্তি!


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২২, ০১:১৩ পিএম
দৌলতদিয়ার ফেরিতে ফের ভোগান্তি!

দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৫ নম্বর ও ৪ নম্বর ফেরিঘাট দুটি পানিতে ডুবে গিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এই নৌরুটে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

শুক্রবার (২০ মে) সকাল থেকে সরজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ৫ নম্বর ও ৪ নম্বর ফেরিঘাট দুটি বন্ধ রয়েছে। কিছুদিন আগে নদীতে পানি কমে যাওয়ায় ঘাটের পন্টুন ও র‍্যামের পানির লেভেল নামানো হয়। হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্ন মাধ্যম পানির লেভেলে থাকা পন্টুন ও র‍্যাম ডুবে যায়। 

এদিকে নৌরুটে ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো কিলোমিটার থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৬ কিলোমিটার অংশ জুড়ে  সারিবদ্ধ হয়ে দাড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন। এসব যানবাহনে পচনশীল, অপচনশীল পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস রয়েছে। 

এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের ওপর চাপ কমানোর জন্য গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কেরও প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুড়ে অপচনশীল পণ্যবোঝাই ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

ফেরিঘাট ডুবে যাওয়ার বিষয়ে বিআইডব্লিউটিএ আরিচা শাখার সার্ভেয়ার পাপ্পু কুমার বলেন, “হঠাৎ পদ্মার পানি ৮০ সেন্টি মিটার বৃদ্ধির ফলে নিম্ন পানির লেভেলে থাকা পন্টুন ও র‍্যাম ঢুবে যায়। যেকোনো দুর্ঘটনা এড়াতে ঘাট দুটি বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া থেকে র‍্যাকার গিয়ে ৪ ও ৫নং ঘাটের পন্টুন ও র‍্যাম মধ্যম পানির লেভেলে ওঠানো হলেই ঘাট সচল হবে। তবে ইতোমধ্যে ৬ নং ঘাটটি সচল করা হয়েছে এবং ৭ নং ঘাটের পন্টুন ও র‍্যাম কিছুটা পানির মধ্যে থাকলেও তা ব্যবহারের উপযোগী রয়েছে।”

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া শাখার সহকারী  ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, “এই মুহূর্তে ১৮টি ফেরি চলাচল করেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ঘাট ২টি বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ থেকে ঠিক করার পর আমরা এই ঘাট ২টি ব্যবহার করতে পারব।”

এদিকে যানজটে আটকে ভোগান্তির শিকার যাত্রী ও চালকরা জানান, বিভিন্ন সময়ই ঘাটে ভোগান্তিতে পড়তে হয়। ঈদের তীব্র যানজট শেষ হতে না হতেই এখন নদীর পানি বৃদ্ধি। কর্তৃপক্ষ থেকে এই ভোগান্তির স্থায়ী সমাধান দাবি করেন তারা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!