• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬
মাঝগ্রাম-ঢালারচর রেলপথ

দেড় হাজার কোটি টাকার লাইনে চলছে ৪ বগির ট্রেন


আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৯:১৫ এএম
দেড় হাজার কোটি টাকার লাইনে চলছে ৪ বগির ট্রেন

প্রাচীন জনপদ পাবনা জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল রেলপথের। বর্তমান সরকারের সদিচ্ছায় প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় প্রায় ৭৮ কিলোমিটার রেলপথ। জেলার মাঝগ্রাম থেকে ঢালারচর রেলপথে ৪টি বগি দিয়ে চলছে একটি মাত্র লোকাল ট্রেন, যা জেলার প্রায় ২০ লাখ মানুষের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ। 

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৬টি উপজেলাকে দেশের রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ১ হাজার ৪৩৬ কোটি টাকা ব্যয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম থেকে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত প্রায় ৭৮ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। যেখানে রয়েছে সব ধরনের অবকাঠামোগত সুযোগ-সুবিধা। ২০১৮ সালের জুনে একটি ৮ বগিবিশিষ্ট লোকাল ট্রেনের মাধ্যমে চালু হয় নবনির্মিত এই এই রেলপথ। ঢালারচর স্টেশন থেকে রাজশাহী অভিমুখে একবার যাতায়াত করে এই লোকাল ট্রেনটি। যদিও ৮ বগির লোকাল ট্রেনটি এখন ৪ বগিতে রূপান্তর হয়েছে। ফলে প্রত্যাশিত কোনো রেল সেবাই পাচ্ছেন না জেলার মানুষ। 

পাবনা স্টেশনে কথা হয় রাজশাহীগামী ট্রেনযাত্রী কলিট তালুকদারের সঙ্গে। তিনি বলেন, “পাবনা জেলাবাসীকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হোক। আমরা শুধু ঢালারচর টু রাজশাহী যেতে চাই না। আমরা এই ট্রেন সেবার মাধ্যমে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে যেতে চাই।” 

ঢালারচর স্টেশনে কথা হয় মাস্টার্স শিক্ষার্থী রাকিব হাসানের সঙ্গে। তিনি বলেন, “এই ট্রেন আমাদের কোনো কাজে আসছে না। শহরের কোনো যাত্রী জরুরি কাজে এই সেবা নিতে পারছেন না।” 

গণমাধ্যমকর্মী শাহীন রহমান বলেন, “এই ট্রেনের যে সময়সূচি করা হয়েছে, তা রীতিমতো অবাক করার মতো। পাবনার কোনো মানুষ রাজশাহীতে গিয়ে না পারে অফিস করতে, না পারে সময় ধরে কাজ শেষে বাড়ি ফিরতে। সময়সূচিটা মোটেও কল্যাণকর নয়।” 

ভুক্তভোগীরা জানান, রেল সেবা পাওয়ার লক্ষ্যে জেলার অধিকাংশ মানুষকে কয়েকটি উপজেলা পাড়ি দিয়ে যেতে হয় পাবনার ঈশ্বরদী নতুবা চাটমোহর রেলওয়ে স্টেশনে। যেখানে ঢাকাগামী ৪টি ট্রেন যাত্রা বিরতি করে। এসব ট্রেনে পাবনার জন্য সিট বরাদ্দ মাত্র ১৫০টি। 

স্থানীয়রা বলছেন, “আমরা যদি ঢাকা যেতে চাই। তাহলে আমাদের ঈশ্বরদী বা চাটমোহরকে বেছে নিয়ে যাত্রা করতে হয়, যা আমাদের পাবনাবাসীর জন্য খুবই কষ্টকর ব্যাপার। এই রেলপথে পাবনা এক্সপ্রেস নামে প্রথম ট্রেন দেওয়া হয়। অজ্ঞাত কারণে সেটির নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস করা হয়, যা রীতিমতো পাবনাবাসীকে মর্মাহত করা হয়েছে।”  

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. এম আবদুল আলীম বলেন, “নামকাওয়াস্তে একটি লোকাল ট্রেন চালু থাকায় এই অঞ্চলের মানুষ এই রেল থেকে সেই সুফল পাচ্ছে না। কর্তৃপক্ষ যদি একাধিক রেল সংযোজন করে, তাহলে এই অঞ্চলের মানুষ এই রেল থেকে সুফল ভোগ করতে পারবে। বর্তমান সরকারের যে লক্ষ্য সেটি বাস্তবায়ন হবে।” 

জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ বছর একটি পুরোনো ট্রেন দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও অজ্ঞাত কারণে সেটি আটকে গেছে। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম জানান, ট্রেনের কোচ সংকটের কারণে আপাতত এই প্রকল্পটি আটকে গেছে। পাবনা থেকে ঢাকা পর্যন্ত যেতে তিনি কয়েক মাস আগেই একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দিয়েছিলেন। সেখানে তিনি প্রস্তাব দিয়েছিলেন, পুরোনো কোচ দিয়ে একটি ট্রেন চালু করা যায় কি না।

Link copied!