• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশসেরা স্কুল ‘প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়’


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০৫:৩১ পিএম
দেশসেরা স্কুল ‘প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়’

শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২২ -এর দেশসেরা স্কুল নির্বাচিত হয়েছে সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও কারিগরিতে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দেশসেরা হয়েছে।

শনিবার (১৮ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সেরা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়।

চলতি বছরে শ্রেষ্ঠ কলেজশিক্ষক মানিকগঞ্জের অধ্যক্ষ অধ্যাপক ড. রেজাউল করিম, শ্রেষ্ঠ স্কুলশিক্ষক কিশোরগঞ্জের জাবেদা আক্তার জাহান এবং শ্রেষ্ঠ মাদরাসাশিক্ষক ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ড. মুহাম্মদ আবু ইউছুফ নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা ও ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঁইয়া।

এ ছাড়াও রাজবাড়ী সরকারি কলেজ, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা ও কারিগরিপর্যায়ে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেরা নির্বাচিত হয়েছেন।

মাউশির পরিচালক (প্রশিক্ষণ) ড. প্রবীর কুমার ভট্টাচার্য জানান, চলতি বছরের মার্চে ‘শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২’ -এর আয়োজন শুরু হয়। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ গত ৫ ও ৬ জুন ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ২১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!